হাই বন্ধুরা। কেমন আছো তোমরা। আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা আবারো তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম নতুন একটি পোস্ট। বন্ধুরা আজকে আমরা কথা বলবো অনলাইন জগতে সব থেকে ভালো যে লার্নিং অ্যাপ সেটি নিয়ে। আর সেই অ্যাপটির নাম হচ্ছে উডেমি। এটি একটি শিক্ষামূলক অ্যাপ।
বন্ধুরা তোমরা কি জানো একটা সময় ছিল যখন শুধু স্কুল কলেজ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতো। কিন্তু বর্তমানে আমাদের পৃথিবী এতই উন্নত হয়েছে যে আমরা যেকোনো কিছু অনলাইন থেকে শিখতে পারি। বন্ধুরা কয়েক বছর আগেও দেখা গিয়েছে যে কিছু ধনী লোক ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে পড়তে পারতো। কিন্তু বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে ধনী গরীব আমরা সবাই সমান সুযোগ-সুবিধা পাচ্ছি।ইন্টারনেটের শিক্ষা পদ্ধতির মাধ্যমে ধনী-গরীব এখন যে কেউই ইন্টারনেট থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে।
আর ইন্টারনেট থেকে শিক্ষা গ্রহণ করার সবথেকে ভালো যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটি হচ্ছে উডেমি। তাহলে চলো বন্ধুরা আমরা উডেমি সম্পর্কে বিস্তারিত জানি।
উডেমি অ্যাপ যারা তৈরি করেছে
ইন্টারনেট জগতের মধ্যে সবথেকে ভালো যেই অনলাইন লার্নিং প্লাটফর্ম সেটি হচ্ছে এই উডেমি অ্যাপ। এই উডেমি অ্যাপটি তৈরি করা হয়েছে 2010 সালের দিকে। এই অ্যাপটি মেইন যে এডমিন তার নাম হচ্ছে Gregg Coccari। আর তার সাথে আরও তিনজন রয়েছে। তিনজনের নাম হল (Eren Bali ,Gagan Biyani ,Oktay Caglar)। তারা সবাই মিলে এই উডেমি অ্যাপটি তৈরি করেছে।
উডেমি অ্যাপ কেন সব থেকে ভালো
বন্ধুরা উডেমি অ্যাপ হচ্ছে অনেক বড় একটি প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মটি 2010 সাাল থেকে যাত্রা শুরুু করেছে। আর এই প্ল্যাটফর্মটির মধ্যে এখন পর্যন্ত ৫৭০০০ প্রশিক্ষক আছে।একবার ভাবুন যেই প্লাটফর্মে এতো গুলো ভালো মানের শিক্ষক থাকে সেই অ্যাপ এর শিক্ষা ভালো হবে না কেন।
আমাদের মধ্যে অনেকের সপ্ন হার্ভার্ড ইউনিভা্সিটি , এম আইটি ইউনিভার্সিটি ইত্যাদি এইগুলোতে পড়া। কিন্তু এইগুলা আমাদের কাছে সপ্নই থেকে যাই।কিন্ত তোমরা চাইলে এইসব বিখ্যাত ইউনিভার্সিটি শিক্ষকদের লেকচার অনেক সহজেই পেয়ে যেতে পারো।আর এইটা সম্ভব এই উডেমি অ্যাপ এর মাধ্যমে।উডেমি অ্যাপ এর প্লাটফর্মে রয়েছে সব থেকে জিনিয়াস এক্সপার্ট শিক্ষক।তাই তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট এর ওপর এই অ্যাপ থেকে সব জিনিয়াস এবং এক্সপার্ট শিক্ষকদের লেকচার পেয়ে যাবা।আর সেই সব শিক্ষকরা হার্ভার্ড ইউনিার্সিটির মত টপ ইউনিভার্সিটি শিক্ষক।আর এইজন্যই এই অ্যাপটি তে এখন পর্যন্ত ৬৫ মিলিয়ন এর বেশি শিক্ষার্থী রয়েছে।
আর এই অ্যাপটির মধ্যে ২৯৫ মিলিয়ন কোর্স আছে।অর্থাৎ তোমাদের সকল প্রয়োজনীয় কোর্স রয়েছে।তোমরা এই অ্যাপ থেকে যেকোনো কিছু শিখতে পারবে।আর এইজন্যই এই অ্যাপটি এতো ভালো।আর এখন তো এই অ্যাপটি সকল স্টুডেন্ট দের প্রিয় অ্যাপ হইয়ে গেছে।কারণ এই অ্যাপ থেকে স্টুডেন্ট রা অনেক সহজেই সব কিছু শিখে ফেলতে পারে।আর এইজন্য এখনও এই অ্যাপটি সব থেকে সেরা।
উডেমি কোর্সের ভাষা
ভাষা খুবই ইম্পরট্যান্ট বিষয়।কারণ সবাই সবার নিজের দেশের ভাষাই সব কিছু বুঝতে দক্ষ।কিন্ত আমাদের এইটাও মাথাই রাখতে হবে ইংলিশ এমন একটা ভাষা যেইটা সকল দেশ এই চলে।তাই উডেমি অ্যাপ এর মধ্যে প্রায় সব কোর্স গুলাই ইংলিশে।তবে আমি কিছু কোর্স বাংলাতে পেয়ে ছিলাম।তবে বন্ধুরা আমি মনে করি তোমরা যদি প্রতিদিন ইংলিশ এ কোর্স গুলো দেখো তাহলে অবশ্যই তোমাদের ইংলিশে দক্ষতা বাড়বে।আর ইংলিশ বুঝতে সুবিধা হবে।কারণ আমি নিজেও ইংলিশ বুঝতাম না।কিন্ত বেশি বেশি ইংলিশ ভিডিও দেখতে দেখতে এখন আমার কাছে ইংলিশ অনেক সহজ লাগে।
তোমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা ইংলিশ ভাষার জন্য কোর্স গুলো দেখতে চাই না।আমি তাদেরকে বলবো তোমরা একবার দেখো।খবই সহজ ভাবে বুজাই ইংলিশে।আশা করি তোমরা সবাই বুঝবে।
উডেমি কোর্স এর দাম
বন্ধুরা তোমরা যারা উডেমি এরসাথে নতুন পরিচিত তারা হয়তো জানো না যে এই অ্যাপসটির কোর্সগুলো কিনতে হয়। ভালো ভালো জিনিস গুলোর দাম একটু থাকবে। তবে এটা ভেবোনা যে উডেমি কোর্স এর দাম অনেক। বন্ধুরা উডেমি কোর্স গুলোর দাম খুবই কম। উডেমি একটি কোর্স এর দাম যদি 200 ডলার হয়ে থাকে তাহলে সেই কোর্স এর মধ্যে 60% ডিসকাউন্ট দিয়ে রাখে উডেমি। যেনো সেই কোর্সটি সকলে কিনতে পারে। তাই বন্ধুরা তোমাদের টেনশন করার কোনো কারন নেই। তোমরা খুব কম খরচে খুব ভালো ভালো কোর্স কিনতে পারবে উডেমি থেকে।আর তোমরা যে কোর্সটি একবার কিনবে সেটি যদি ইনরোল করে রাখো উডেমি এর মধ্যে তাহলে সেটি সারা জীবন থাকবে।
উডেমি কোর্স এর সার্টিফিকেট
বন্ধুরা তোমরা কি জানো তোমরা যদি উডেমি কোর্স সম্পন্ন করো তাহলে তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। আবার এটা ভেবোনা যে এই সার্টিফিকেট এর কোনো দাম নেই। এই সার্টিফিকেটের অবশ্যই অনেক দাম রয়েছে। বন্ধুরা তোমরা যদি কোন বিজনেস করো অনলাইনে তাহলে তোমরা তোমাদের ওয়েবসাইটের মধ্যে তোমাদের এই উডেম সার্টিফিকেটগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারো। যখন ভিজিটররা এসে তোমাদের এই সার্টিফিকেট গুলো দেখবে এবং তারা তোমাদেরকে ট্রাস্টেড মনে করবে। আর যার ফলে তোমরা বেশি বেশি কাস্টমার পাবে। এই উডেমি সার্টিফিকেট গুলো সব থেকে বেশি কাজে লাগে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার সময়। আর বন্ধুরা অবশ্যই তোমাদের এটা জানা দরকার যে উডেমি ফ্রী কোর্স এর জন্য কোন সার্টিফিকেট দেয় না। অবশ্যই আমাদেরকে পোস্ট গুলো কিনতে হবে।কোর্স গুলো কিনার পরে তোমরা যদি সেগুলো শেষ করো তাহলে তোমাদেরকে ইনস্ট্যান্ট সার্টিফিকেট দেওয়া হবে।
তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো।
বন্ধুরা উডেমি সম্পর্কে তোমাদের কি রকম মতামত সেটা আমি অবশ্যই জানতে চাই। তাই অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দেবে। আর বন্ধুরা যদি পোস্টটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে।তোমার একটি শেয়ারের কারণে হয়তো অন্য কোনো শিক্ষার্থী উডেমি সম্পর্কে জানতে পারবে। আর সেই শিক্ষার্থী তার প্রয়োজনীয় কোর্সগুলো উডেমি থেকে শিখে নিতে পারবে।
তাহলে বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Post a Comment